মধ্যনগর থানায় নতুন ওসি নির্মল দেব, মানব সেবায় সহযোগিতা চান এলাকাবাসীর

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

মধ্যনগর থানায় নতুন ওসি নির্মল দেব, মানব সেবায় সহযোগিতা চান এলাকাবাসীর

 

অমৃত জ্যোতি (ধর্মপাশা, সুনামগঞ্জ):: সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় নতুন অফিসারইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নির্মল দেব।

২৭শে জানুয়ারি মধ্যনগর থানায় যোগদান করেন। এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। পদোন্নতি পেয়ে ১মবারের মতো ওসি হিসেবে মধ্যনগর থানায় যোগদান করেছেন।

ওসি নির্মল দেব বলেন,মধ্যনগর থানার পুরোটাই হাওরবেষ্টিত অঞ্চল এবং বাংলার একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে সুপরিচিত,এখানকার জনমানুষ সুশিক্ষিত ও ভদ্র ।আশা করি এলাকার জনমানুষের সহযোগিতা পেলে জনগণের বন্ধু হিসেবে মধ্যনগর থানাকে একটি মডেল থানা ও মানব সেবায় সচেষ্ট ভূমিকা রাখব।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV