“মধ্যনগর থানা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ উপকরণ বিতরন”

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

“মধ্যনগর থানা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ উপকরণ বিতরন”

অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)
সুনামগঞ্জের মধ্যনগর থানা আ.লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার ৩০ শে জুলাই তৃতীয় ধাপের বন্যা পরবর্তী সময়ে “ঈদ উল আযহা” উদযাপনের উপকরণ সামগ্রী নিয়ে হাওর গবেষক সজল কান্তি সরকারের পরিচালনায়, চামরদানী ও বংশীকুণ্ডা(দঃ) ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

“বাহিরে করোনা আর ঘরে বন্যা” ঠিক শেষের দিকে ঈদ সামগ্রী হাতে নিয়ে মধ্যনগর থানা আওয়ামী লীগের ব্যাকিক্রম ধর্মী উদ্দৌগ নেন।সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আ.লীগের সহ-সভাপতি সজল কান্তি সরকার( হাওর গবেষক) , সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,যুগ্ম সম্পাদক শামীম আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক রূপক কিরণ তালুকদার, রিপন সরকার, সদস্য সাজেদা আহমেদ ও সঞ্জীব তালুকদার টিটু প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV