সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
সেনা সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতীয় সেনাবাহিনীর ১১ গঢ়বাল রাইফেলসের হাবিলদার পোস্টে কর্মরত ছিলেন রাজেন্দ্র। চলতি বছরের জানুয়ারিতে গুলমার্গে টহলদারির সময় পা পিছলে খাদে পড়ে যান তিনি। পুরু বরফের নীচে চাপা পড়ে যান তিনি।
গতকাল শনিবার সেনা সদস্যরা গুলমার্গে নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারির সময় পুরু বরফের নীচে চাপা পড়া একটি লাশ দেখতে পান। তার পর বরফ কেটে লাশটি উদ্ধার করা হয়। সহকর্মীরাই তার লাশ চিহ্নিত করেন।
সেনা সূত্র আরও জানায়, সেনাবাহিনীতে নিখোঁজের রিপোর্ট দায়ের হয় ৮ জানুয়ারি। যদিও সেনার তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি তখন।
তারপর থেকেই নিখোঁজ রাজেন্দ্রর খোঁজে সবরকম চেষ্টা চালানো হচ্ছিল। কিন্তু কোনো সন্ধান না পেয়ে জুন মাসে তিনি মারা গেছেন বলে ঘোষণা করা হয়। ২১ জুন পরিবারকে সে কথা জানিয়ে দেয়া হয়।
কিন্তু রাজেন্দ্রর স্ত্রী রাজেশ্বরী দেবী সে কথা মেনে নিতে পারেননি। সেনা কর্তৃপক্ষকে তিনি জানিয়ে দিয়েছিলেন, মৃতদেহ নিজে চোখে না দেখা পর্যন্ত তারা রাজেন্দ্রর মৃত্যু হয়েছে, এ কথা মেনে নেবেন না।
অবশেষে গতকাল শনিবার স্বাধীনতা দিবসের দিনই সেই লাশ উদ্ধারের পর ফের তাদের খবর পাঠানো হয়েছে।
সেনা হাসপাতালে মেডিকেল প্রক্রিয়ার পর পরিবারের হাতে দেহ তুলে দেয়া হবে লাশ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT