কদমতলীতে কোটি টাকার পাথর নিলামে

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

কদমতলীতে কোটি টাকার পাথর নিলামে

 দিনরাত প্রতিবেদক:: সিলেট শহরতলীর কদমতলী ও আশপাশ এলাকায় পরিবেশের ছাড়পত্র না নিয়ে পরিবেশ ধবংস করে মজুদকৃত কোটি টাকার পাথর নিলামে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে পাথর নিলামে বিক্রি করা হয়। এর আগে গতকাল টাস্কফোর্সের অকিারণ চালিয়ে ২৩টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয় ও এ কোটি টাকার পাথর জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন জানান, অবৈধভাবে মজুদকৃত ৫১ লাখ টাকা বিক্রি করা হয়। দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার মৃত ইর্শাদ আলীর পুত্র নূরুল ইসলাম এই পাথর ক্রয় করেন। উত্তর সুরমার মুরাদপুর ও মীরেরচক এলাকায় জব্দকৃত পাথর বিক্রি করা হয় ৩৯ লাখ ৮০ হাজার টাকায়।

নিলামে পাথর বিক্রির সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মেজবাহ উদ্দিন এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিনেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV