জৈন্তাপুরে গোলজার আহমদ হেলালের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

জৈন্তাপুরে গোলজার আহমদ হেলালের ঈদ সামগ্রী বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল বানভাসী অসহায় জনগণের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষেরা মানবেতর জীবন যাপন করছে। করোনাকালীন এ দুর্যোগের সময় বন্যা কবলিত জনগণের সাহায্যে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
গোলজার আহমদ হেলাল আজ (২৮/০৭/২০ইং)মঙ্গলবার বিকেলে বন্যা কবলিত জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে এ কথাগুলো বলেন। এ সময় তিনি তাদের ব্যক্তিগত খোঁজ খবরও নেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের জৈন্তাপুর উপজেলার প্রধান পৃষ্ঠপোষক আব্দুল খালেক,সিলেট সরকারী কলেজের প্রেরণা ছাত্র পরিষদের সেক্রেটারি মাসুদ আহমদ রানা, স্টুডেন্ট এসোসিয়েশনের
সহকারী পরিচালক আল মারুফ, সাং গঠনিক সম্পাদক বাহার উদ্দিন, প্রচার সম্পাদক আসহাব উদ্দিন, হেমু তিন পাড়া ছাত্র ঐক্যের সাবেক সভাপতি বাবর আহমদ, সাবেক ছাত্রনেতা জব্বার আহমদ, প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV