সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
দৈনিক দিনরাত:
কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের একজন আইন প্রণেতা। দীর্ঘদিনের এই বিরোধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে বলে হুঁশিয়ার করে দেন তিনি।
সোমবার ইসলামাবাদে এক সেমিনারে বক্তব্যকালে পার্লামেন্টের কাশ্মীর কমিটির চেয়ারম্যান শেহরিয়ার খান আফ্রিদি দাবি করেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে ভারত পর্দার আড়ালে চেষ্টা করছে। তবে এজেন্ডায় কাশ্মীর ইস্যু না থাকলে ভারতের সঙ্গে পাকিস্তান আলাপ করবে না বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বৈশ্বিক ডিজিটাল স্পেসে কাশ্মীর একটি প্রধান ইস্যু। সেখানে যে গণহত্যা চলছে তা নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করার কোন সুযোগ ভারতকে দেবে না পাকিস্তান।
আজাদ কাশ্মীর নামে পরিচিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান অভিযোগ করে বলেন, বিতর্কিত জম্মু-কাশ্মীরে বিনা বিচারে হত্যা একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, ভারতীয় সেনারা তরুণদের গ্রেফতার করে পরে ভুয়া ‘এনকাউন্টার’ সাজিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে।
তিনি বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতীয় নৃশংসতার কথা গোটা বিশ্ব জানে। কিন্তু ভারতের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাণিজ্যিক স্বার্থ।
অকাশ্মীরী প্রায় ৫ লাখ মানুষকে কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হিসেবে সনদ দেয়া হয়েছে। এ ছাড়াও ভারত ১৭ লাখ অভিবাসী শ্রমিককে নাগরিক অধিকার প্রদানের পরিকল্পনা করেছে।
Source আনাদোলু এজেন্সি
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT