সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির বহুতল ভবন নির্মাণের জন্য ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুর।
শনিবার দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে আয়োজিত এক জরুরি সভায় তিনি এই চেক হস্তান্তর করেন।
সভা সুত্রে জানা যায়, বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির নিজস্ব একটি বহুতল ভবন নির্মাণের জন্য প্রত্যেক সদস্য ১ লক্ষ টাকা করে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক জুবায়ের আহমদ চৌধুরী এই চেক প্রদান করেন।
জুবায়ের আহমদ চৌধুরী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক আলমগীর হোসেন, এনামুল হক রুবেল, খান মোঃ ফরিদ উদ্দিন বাবর, রিয়াদ উদ্দিন, মুমিন আহমদ, স্বপন আহমদ, জুবের আহমদ চৌধুরী খোকন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, রফিক মিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D