সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জে জগন্নাথপুর ও কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, সম্প্রতি সিলেটের জনৈক ব্যবসায়ী জাহিদুল ইসলাম(৪৯) এর মোবাইল নাম্বারে অজ্ঞাত মোবাইল থেকে ফোন কল আসে। এরই সুবাদে মোবাইল ফোনের মাধ্যমে জাহিদুল ইসলাম ও অজ্ঞাতনামা ব্যক্তি সহ গং ব্যক্তিদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এবং এই চক্র কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখায় ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪৯) কে। ওদের প্রলোভনে পড়ে জাহিদুল ইসলাম (৪৯) প্রতারক চক্রের হাতে সাড়ে সাত লক্ষ টাকা টাকা দেন। টাকা পেয়ে প্রতারক চক্রের সদস্যরা সু-কৌশলে জাহিদুল ইসলাম (৪৯)কে চেতনা নাশক খাইয়ে বাইরে ডলার আর ভেতরে সাদা কাগজের বান্ডেল বুঝিয়ে দিয়ে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতারণার শিকার হয়ে জাহিদুল ইসলাম (৪৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেন তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তিদের অভিযুক্ত করে এজাহার দায়ের করেন (জগন্নাথপুর থানার মামলা নং-০৬ , তারিখ-২২/১১/২০২৩ ধারা : ৪০৬/৪২০/৩২৮/৫০৬/৩৪ পেনাল কোড)। এজাহারের পরিপেক্ষিতে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সুস্পষ্ট দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ২২ শে নভেম্বর জগন্নাথপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রাম নিবাসী মৃত মোঃ ময়না মিয়ার ছেলে আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য রাজু মিয়া (৫০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ফেরীরচর গ্রাম নিবাসী মৃত সৈয়দ রহিম উদ্দিন এর ছেলে আবুল মিয়া (৫০), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রাম নিবাসী বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার গ্রাম নিবাসী মুহিত মিয়ার স্ত্রী সমলা বেগম (৪০), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ডোহাজোরা গ্রাম নিবাসী বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার গ্রাম নিবাসী বাক্কার মিয়া ওরফে আবু বকর এর স্ত্রী আনারকলি (৩০) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রাম নিবাসী বর্তমানে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রাম নিবাসী মৃত আমির উদ্দিন এর স্ত্রী নেছাফুল বেগম (৬০) কে গ্রেপ্তার করেন। তাদের নিকট হতে নগদ অর্থ সহ মামলার বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ ২৩ শে নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D