সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪
সিলেটের গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের একদিনের মাথায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আলোচিত সেই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১ ঘটিকায় ডৌবাড়ী ইউপির যাত্রাভা ও লামাদুমকা মৌজার (৮ ও ৯ নং ওয়ার্ড) মধ্যবর্তী স্থানে হাকুর খালের উপর নির্মিত বাঁশের সাঁকো সরেজমিন পরিদর্শনে যান তিনি।
এ সময় সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৪ ইং, জাতীয় একটি পত্রিকার অনলাইন সংস্করণে ‘গোয়াইনঘাট বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D