সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি:
মুরারিচাঁদ (এমসি) কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রথিতযশা সাংবাদিক এবং রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এক আনন্দঘন পরিবেশে মিলিত হোন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। এরপর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. নজরুল ইসলাম বিশ্বায়নের এই যুগে গণমাধ্যমের অপরিহার্যতা তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান সময়ে আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করছি, যেখানে মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা জানতে পারি। এই তথ্য প্রবাহে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজের সব ধরনের খবরের বস্তুনিষ্ঠতা বজায় রেখে আসছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের এই ইফতার আয়োজন একটি চমৎকার উদ্যোগ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ। তিনি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ এবং আশরাফ আহমেদ তাদের মূল্যবান বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ইফতারের পূর্বে, বিদায়ী কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তানর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য আলী হোসেন, পারভেজ আহমেদ, শিব্বির আহমদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভ, আবু তালহা মাহি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D