অসহায় দুস্থদের মাঝে মাওলানা শুয়াইব আহমদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

অসহায় দুস্থদের মাঝে মাওলানা শুয়াইব আহমদের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের দিরাইয়ে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্ট এর উদ্যোগে প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদের অর্থায়নে শতাদিক ব্যক্তির মধ্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুর দুই ঘটিকায় আরামবাগস্থ মাওলানা শুয়াইব আহমদের বাসার পাশের মাঠে এই শীতবস্ত্র বিতরন অনুষ্টিত হয় ,এতে উপস্থিত ছিলেন উক্ত ট্রাস্টের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, মাওলানা আব্দুল কাহার মাষ্টার রেজাউল করিম বুলবুল। মাওলানা ইলিয়াস আহমদ মাওলানা আবিদুর রহমান মাওলানা এনামুল হক শরীফপুরী মাওলানা সোহেল আহমদ প্রভাসক মোস্তাহার আহমদ মোস্তাক। মাওলানা হাফিজ শাব্বির আহমদ সরদার মাওলানা ফয়সাল আহমদ খোকন। মাওলানা সালেহ মূসা ,মোহাম্মদ তারি্ মাওলানা মোহাম্মদ মিয়া। উলেখ্য যে বিগত দিনে করোনা কালীন সময় উক্ত ট্রাষ্টের পক্ষ থেকে দেড় শতাদিক আলিম উলামাকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময়ে সামাজিক সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV