আজারবাইজান আবারো একটি আর্মেনীয় ড্রোন শ্যুটডাউন করেছে।

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

আজারবাইজান আবারো একটি আর্মেনীয় ড্রোন শ্যুটডাউন করেছে।

সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আবারো আজারবাইজান একটি আর্মেনীয় ড্রোন শ্যুটডাউন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রক জনিয়েছে একটি আর্মেনিয়ান ড্রোন আজারবাইজান সীমান্তে আকাশসীমা লঙ্ঘন করে নজরদারি মিশন পরিচালনা করার সময় ড্রোন টি শ্যুটডাউন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ড্রোনটি তোভুজ জেলার নিকটবর্তী আজারবাইজানীয় অবস্থানগুলিতে পুনরায় নজরদারি করছিল।

গত মাসে দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর আজারবাইজানীয় বাহিনী বেশ কয়েকটি আর্মেনিয়ান ড্রোনটি ধ্বংস করেছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV