সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত -ইয়াস মানবাধিকার ক্রাইম সোসাইটির সুনামগঞ্জ জেলা পরিচালক (তদন্ত), জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র প্রত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি “আপনি জানিয়ে দিন সাংবাদিক ‘কে -সে জানাবে সারা বিশ্ব’কে” একথা তুলে ধরেন।
অসামাজিক, অমানান,অবৈধ সুদ খোর,খুন,রাহাজানি,হাইজাক,চুরি, ডাকাতি,ধর্ষন,মাদক ব্যাবসায়ী,চুরা কারবারি,বাল্যবিবাহ,ছিনতাই কারীগন থেমে নেই।সাড়াশি অভিযানে বেশির ভাগ কমেগেলেও থেমে নেই সংখ্যালগু অসামাজিক কার্যকলাপের একটি মহল।
তাদের পরম শত্রু হল সমাজের দর্পন হিসেবে যাকে আমরা জানি সে হল নিঃশর্তে ক্ষেটে খাওয়া ছোট্ট একটি নাম সাংবাদিক।
সমাজের দর্পন(আয়না) হিসেবে কাজ করে থাকে কারো অজানা নয়।
মফস্বলের তথ্য আদান প্রদানে প্রতিনিধিগন সর্বদাই লাঞ্চনা, বঞ্চনা আর বৈষম্যের ও নির্যাতনের শিকার হয়ে থাকে। শুধু তাই নয় সকলের চোখেই ধরা পরে অন্যায়,অবিচার,তছরুপ, ও বেআইনী অনেক ঘটনা কিন্তু কাউকে প্রতিবাদ করতে দেখা যায় না,প্রদিবাদী কন্ঠে লিখে তুলেন সাংবাদিক।কিন্তু প্রকাশ্যে জনসমক্ষে কোন সাংবাদিক যদি নির্যাতিত হয় চোখ দিয়ে শুধু দেখে আপামোর জনতা,প্রতিবাদী কোন সুর শোনা যায় না। তাই আসুন আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়িয়ে প্রতিবাদ করতে শিখি।
তাহলে ভয় পাবে অসামাজিক কর্মেলিপ্ত মহলের জনমানুষ।
তাই আসুন নিরবে অন্যায় বুকে চেপে না রেখে জানিয়ে দিন গনমাধ্যমকে, আপনার পরিচয় গোপন থাকবে এবং তুলে ধরবে সাংবাদিকেরা।
“”আপনি জানিয়ে দিন সাংবাদিক কে
সাংবাদিক জানাবে সারা বিশ্ব কে””
তবে গড়বে সোনার দেশ-কমে যাবে দুর্নীতি,
ভবিশ্যৎ হবে উজ্জ্বল,আগামী প্রজননে আসবে সুন্দর মতিগতি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT