সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০

দিনরাত ডেস্ক : সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যু শোক জ্ঞাপন করে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ জনপ্রতিনিধিকে হারিয়ে জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশেনের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নাগরবাসির সেবায় নিয়োজিত ছিলেন।
সোমবার (১৫ জুন) সকালে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ শোক প্রকাশ করেন মেয়র। একই সাথে সাবেক মেয়র কামরানের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচী ঘোষনা করেছে সিসিক।
মেয়র বলেন, করোনা আক্রান্ত হবার আগ পযর্ন্ত তিনি একজন রাজনীতিক হিসাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নগরজুড়ে। বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল সিলেট সিটি করপোরেশনে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনার চেষ্ঠা করলেও সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধির কারণে প্রশাসন সে অনুমতি দেয়নি।
এ্ অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসির প্রতি আহবান জানান, যার যার অবস্থান থেকে বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার জন্য।
শোক বার্তায় মেয়র বিদেহির রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনে তিন দিনের শোক কর্মসূচীর আওতায় সিসিকের সকল কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করবেন। তিন দিনের কর্মসূচী হিসেবে আজ (সোমবার) সিসিকের সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT