সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
আজিজুর রহমানঃ- সিলেটর বিশ্বনাথের অলংকারী গ্রামের আলহাজ্ব সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট ফ্রী ফ্রাইডে ক্লিনিক এর উদ্যোগে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন সুসম্পন্ন হয়েছে। ২৫ শে মার্চ রোজ বৃহস্পতিবার হাজী আব্দুল মছব্বিরের বাড়িতে সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ২০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যার মধ্যে ৩০ জন রোগীকে চিকিৎসকদের তত্বাবধানে বিনামূল্যে ছানি কাটার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ৭০ জন রোগীকে চশমা প্রদান করা হয় এবং বাকিদের মধ্যে অন্যান্য প্রয়োজনীয়াদি ঔষধ বিতরণ করা হয়।
উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে করোনা প্রকুপ বাড়ায় সল্প পরিসরে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এতে অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির প্রচার সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় হাজী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পরিবেশন করেন ইমরান হোসেন (ঢ,বি ইতিহাস ৩য় বর্ষ)। স্বাগত বক্তব্য প্রদান করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট এর ট্রাস্টি, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামিম মুসা, উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, ডাঃ মোঃ জহিরুল ইসলাম (অচিনপুরি),সহযোগী অধ্যাপক ও চক্ষু বিশেষজ্ঞ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক, কবি নাজমুল ইসলাম মকবুল,৭নং ওয়ার্ড সদস্য ওদুদ মিয়া,
অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা চৌধুরী, অলংকারী জামে মসজিদ এর ইমাম হযরত মওলানা মোঃ সাইফুল ইসলাম,অলংকারী জামে মসজিদের ক্যাশিয়ার হাজী মোঃ গিয়াস উদ্দিন
যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী হাজী তুরাব আলী, অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন, সহ-প্রচার সম্পাদক হুসাইন উদ্দিন ও প্রমুখ।
উক্ত চক্ষু ক্যাম্পে সহযোগিতা করেছেন অলংকারীর শাহ আব্দুল আজিজ সাহেবের পরিবারবর্গ (বিশেষ ভাবে শাহ নিজাম উদ্দিন,যুক্তরাজ্য প্রবাসী ) এবং যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনোয়ার হোসেন,চাম্পা বেগম দম্পতি ও অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT