ইসলামপুরে গৃহবধূ নির্যাতন, আম্বরখানা শেরাটন হোটেলের মালিক সুজন আটক

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

ইসলামপুরে গৃহবধূ নির্যাতন, আম্বরখানা শেরাটন হোটেলের মালিক সুজন আটক

দিনরাত সংবাদ ঃ শহরতলী  ইসলামপুরে গৃহবধূ,এক  কলেজ ছাত্রীকে  নির্যাতন প্রতারণা ও যৌতুক আাদায়ের ঘটনায় পুলিশ আটক করেছে  হোটেল মালিক সুজন আহমদকে।আজ রাতে এয়ারপোর্ট থানার বড়শালা  পর্যটন হোটেল রোডের আল্লাহু বলে বিল্ডিং থেকে, আম্বরখানা হোটেল নিউ শেরারটনের মালিক সুজন আহমদকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানায় সুজন সুনামগঞ্জ জেলার ছাতক থানার বনগাও গ্রামের মৃত সুনাফর আলীর ছেলে। এ ঘটনায় অপর আসামী আব্দুল্লাহ আল মামুন ওরফে  প্রতারক রিপনকে আটক করতে পুলিশ অভিযান  অব্যাহত রেখেছে। ইসলামপুরের সৈয়দপুরে এক কলেজছাত্রীকে বিয়ে করে প্রতারক রিপন। বিয়ের পর থেকে একাধিক বার যৌতুক আদায় করে ক্ষান্ত হয়নি রিপন ও সুজন। ঐ কলেজ ছাত্রীর অনুমতি ছাড়া গত কয়েকদিন আগে আরেকটি বিয়ে করেছে রিপন। বিয়ের নামে  অভিনব প্রতারণা করে টাকা আদায় করা রিপনের পেশা। এলাকাবাসী  জানিয়েছেন সুজনের সহযোগিতায় রিপন একের পর এক বিয়ে করে মেয়েদের সর্বনাশ করছে। গত ১৬ জানুয়ারী ঐ কলেজছাত্রীকে রিপন ও তার সহযোগীরা প্রাণে মারার চেষ্টা চালায় বলে অভিযোগে প্রকাশ।   এই ঘটনায় শাহপরান থানায় অভিযোগ করেন ঐ নারী। পুলিশ অভিযোগ পেয়ে রিপনের ভাই সুজনকে আজ রাতে আটক করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV