সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কানাইঘাটে সরকারিভাবে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রাথমিক ভাবে ১৯৩টি পরিবারকে ভিটবাড়ী সহ ঘর নির্মাণ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের উদ্যোগে সরকারি খাস জমি অধিকরণ শুরু সহ ঘর নির্মাণ চলছে। কানাইঘাট ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে যাদের ভিটবাড়ী ও নিজস্ব জমি নেই একেবারে হতদরিদ্র ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ সহ জমি প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কায়স্থগ্রামের সুরমা নদী সংলগ্ন সরকারি খাস খতিয়ানে অবস্থিত উঁচু জমি বাড়ি-ঘর নির্মাণের উপযোগী ৭ একর জমি অধিগ্রহণ করায় ইউনিয়নের সচেতন মহল প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা গ্রামের যাতায়াতের পাশে অবস্থিত কায়স্থগ্রাম সুরমা নদী সংলগ্ন সরকারি খাস খতিয়ানে অবস্থিত ভূমি মাঠপর্যায়ে পরিদর্শন করে প্রাথমিক ভাবে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৭ একর ভূমি অধিগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি ভূমি আশ্রয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণ করার পর থেকে এই মহলটি এলাকায় জনসাধারণকে নানাভাবে ভুল বুঝিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলার চেষ্টা করে যাচ্ছে বলে ইউনিয়নের অনেক সচেতন মহল ও সরকারি দলের নেতাকর্মীরা জানিয়েছেন। তারা এসব সরকারি জায়গা জবর দখল করে রাখতে এলাকায় প্রশাসন যাতে করে সেখানে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য সরকারি অর্থায়নে ঘর-বাড়ি নির্মাণ না করতে পারে এজন্য নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ইউনিয়নের অনেকের সাথে কথা হলে তারা বলেন, বাণীগ্রাম ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীনদের জন্য সরকারি ভাবে ঘর-বাড়ি ও জমি প্রদানের লক্ষ্যে কায়স্থগ্রামে উপযুক্ত জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এখানে ভূমিহীনদের ঘর-বাড়ি নির্মাণ করা হলে সরকারি খরছ অনেকাংশে কম হবে এবং ভূমিহীনরাও উপকৃত হবেন। যারা এ নিয়ে এলাকায় জনগণকে প্রশাসনের বিরুদ্ধে উস্কে দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারি খাস জমি অধিগ্রহণে বাঁধা প্রদান করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন ইউনিয়নের সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT