সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
ছবি – মাছুম চৌধুরী
মামুন চৌধুরী:: আগামী দিনের জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের ছক বাধা সিলেবাসের গণ্ডি থেকে বেরিয়ে এনে প্রকৃত মেধাবী গড়ার প্রত্যয় ও সুপ্ত প্রতিভা বিকাশ করার মন মানসিকতা নিয়ে কানাইঘাটের বুরহান উদ্দিন বাজারে যাত্রা শুরু করেছে গোল্ডেন কোচিং হোম এন্ড ট্রেনিং সেন্টার। আর এর তত্ত্বাবধানে রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইমরান চৌধুরী। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ+ পেয়ে সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করেছেন।
তিনি কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নের উপর ঝিংগাবাড়ি (দলই মাটি) গ্রামের বাসিন্দা মরহুম মঈন উদ্দিন মাস্টারের ছেলে। তার বাবা একজন মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষার্থীদের আদর্শবান হওয়ার শিক্ষা দান করেছেন। তিনি দীর্ঘকাল ঝিংগাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষকতা পালন করেছেন।
মেধাবী শিক্ষার্থী ইমরান চৌধুরী তিনি বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের সু-ব্যবস্থা। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা যত্নসহকারে পাঠদান। শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি মোকাবেলার উপযোগী করে গড়ে তোলা। বিষয়ভিত্তিক স্পেশাল লেকচার শীট প্রদান। দূর্বল শিক্ষার্থীদের বিশেষ মনিটরিং এর ব্যবস্থা। অন্য যে কোন কোচিং এর তুলনায় স্বল্প ফি-তে আন্তরিক পাঠদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়ন।
কোচিং সেন্টারের পাশাপাশি রয়েছে ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ, ইংলিশ স্পোকেন কোর্স ও মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ। মেয়েদের জন্য মহিলা ট্রেইনার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। সেলাই প্রশিক্ষণে শিশু,ছেলে,মেয়েদের হাফ প্যান্ট, কুচি প্যান্ট, মেয়েদের সাধারণ পায়জামা, ডিভাইডার পায়জামা, মহিলাদের গলার বিভিন্ন ডিজাইন, মেক্সি, ব্লাউজ কাটিং, কাপড় দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে একজন মহিলাকে পুরোপুরিভাবে সেলাই শিখানো হয়।
তিনি সকলের কাছে এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT