সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য সফিক আহমদের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন ধরনের চরম মানহানিকর অপপ্রচারের ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য সফিক আহমদ গত ২৫ জুন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং- ১১৩৮, তারিখ-২৫/০৬/২০২০ইং। জিডিতে সফিক আহমদ উল্লেখ করেন, সামাজিক ভাবে তার মানসম্মান ক্ষুন্ন করার জন্য মানহানিকর কুরুচিপূর্ণ বানোয়াট পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (সাত বাঁকের হক কথা) নামে একটি আইডি থেকে তার ছবি সহ কুরুচিপূর্ণ বেশ কয়েকটি বাজে পোস্ট দিয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এছাড়াও সম্প্রতি সময়ে (মিস্টার কাকু) নামে আরো একটি ভূয়া ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তা সহ ভূয়া আইডির বিষয়ে থানায় সাধারণ ডায়রী করেন তিনি। একটি কুচক্রী মহল এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে তিনি জানান। স্থানীয় অনেকে জানিয়েছেন ইউপি সদস্য সফিক আহমদের প্রতি ঈর্ষান্বীত হয়ে তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে। জিডির বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT