সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধি: ‘মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ইউএসএইড ও এসএমসি এর আর্থিক সহযোগিতায় সীমান্তিক ‘নতুন দিন’ এর উদ্যোগে মায়েদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন দিন এর কানাইঘাট অফিসে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। নতুন দিন এর জেলা টিম লিডার মোঃ আব্দুল হামিন্দের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার কাজী মোঃ জাকারিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সি.এস ফৌজিয়া রশিদ, স্বপ্না রানী, জাহিদুর রহমান লস্কর, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুবুদ চন্দ্র দাস, এসএসিএমও হুমায়ুন রশিদ, ম্যালেরিয়া প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবুল কালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাসিটেন্ট একাউন্স অফিসার সিরাজুল ইসলাম।
সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নবজাতক শিশুদের উত্তম খাদ্য হচ্ছে মায়ের দুধ, তাই শিশুদের মানসিক ভাবে সুস্থ রাখতে হলে সকল মাকে তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াতে হবে। আলোচনা সভা শেষে আগত সকল মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসএসিএমও হুমায়ুন রশিদ। এ সময় শিশুদের মধ্যে শিশু খাদ্যও বিতরণ করা হয়। মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সহ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কানাইঘাটে এনজিও সংস্থার সীমান্তিক ও নতুন দিন প্রশংসনীয় ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT