সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে সূচনা প্রকল্পের সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী কানাইঘাট উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সূচনা কর্মসূচীর এ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফাহিম সরওয়াত। সূচনা প্রকল্পের জিসিডিও এনামুল হকের সঞ্চালনায় সূচনা নিওট্রেশন অফিসার এ কে শামীম আহমদ বিগত দুই বৎসরের সূচনা কার্যক্রম ও অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ফয়াজ উদ্দীন, জেমস্ লিও ফারগুসন নানকা, আলী হোসেন কাজল, মাওলানা আবুল হোসেন, মাসুদ আহমদ এবং সাতবাক ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি ইউপি সদস্য শাব্বির আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ শাহ ইমতিয়াজ রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম শাহীন রেজা ফরাজী, প্রেসক্লাব সেক্রেটারী নিজাম উদ্দীন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী পনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আওয়াল, প্রাণি সম্পদ অফিসের ফিল্ড এসিস্টেন্ট জসিম উদ্দীন, স্বাস্থ্য পরিদর্শক ইয়াজুল আমিন, গৌতম কুমার দাস প্রমুখ।
সূচনা সমন্বিত পুষ্টি কার্যক্রমে কৃষি, পশুসম্পদ, মৎস্য, জনস্বাস্থ্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা ও মহিলা বিষয়ক অধিদপ্তর, জনপ্রতিনিধি সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে উপজেলার কার্যক্রম পরিচালনা করা হয়। কৃষি কর্মকর্তা বলেন মাঠ পর্যায়ে সূচনা কর্মসূচীর সকল কার্যক্রমে সহযোগিতা থাকবে এবং বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ ভিজিট সহ উন্নত পদ্ধতির সবজী বাগান, চারা উৎপাদন, পোকামাকড়-বালাই দমন সহ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। যুব উন্নয়ন কর্মকর্তা বিভিন্ন প্রশিক্ষণে সূচনা কিশোরী ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন, প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি বলেন ভ্যাকসিন প্রদানে সূচনা ভ্যাকসিনেটরদের অগ্রাধিকার দেয়া হবে। স্বাস্থ্য বিভাগীয় প্রতিনিধি স্যাম শিশুদের হাসপাতালে রেফারের পর পুরোপুরি ব্যবস্থাপনা সহ মাঠ পর্যায়ে স্যাম চিহ্নিত করণ, রেফার ও বাচ্চাদের ওজন নেয়ার ব্যাপারে পুরোপুরি সহযোগিতা এবং কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের বিশেষ করে কিশোরী, গর্ভবতী ও ২বছরের নীচের শিশুদের সার্বিক সহযোগিতা ও চিকিৎসার ব্যাপারে নজর রাখবেন।
উল্লেখ্য কানাইঘাট উপজেলায় এফআইভিডিবি সূচনা প্রকল্প গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৮টি মন্ত্রণালয়ের এবং সেভ দ্যা চিলড্রেনের কারিগরি সহায়তায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকে এইডের অর্থায়নে ৩টি ইউনিয়নে অপুষ্টি চক্র প্রতিরোধে এবং শিশুদের খর্বতা হ্রাসের লক্ষ্যে কাজ করছে। ইতিপূর্বে বাকী ৬টি ইউনিয়নে সফলতার সাথে ৩বছর পর্যন্ত কার্যক্রম সম্পাদন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT