কানাইঘাটে ৪৯তম বঙ্গবন্ধু জাতীয় সমবায় দিবস উদ্যাপিত

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

কানাইঘাটে ৪৯তম বঙ্গবন্ধু জাতীয় সমবায় দিবস উদ্যাপিত

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৯তম বঙ্গবন্ধু জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মালিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অরণ্য সমবায় সমিতির সভাপতি শমসের আলম, শাহজালাল মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ফখরুল ইসলাম, লোভাছড়া পাথর শ্রমিক সমবায় সমিতির সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা হাতে নেন। তার এই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সমবায় খাতকে শক্তিশালী করতে অধিক গুরুত্ব দিয়েছেন। কানাইঘাটের সকল সমবায় সমিতিগুলোকে তাদের কার্যক্রম আরো জোরদার করার জন্য তিনি আহ্বান জানান, এক্ষেত্রে উপজেলা পরিষদ ও প্রশাসন সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করবে বলে চেয়ারম্যান আব্দুল মুমিন তার বক্তব্যে বলেন। সেই সাথে তিনি বিভিন্ন শ্রমিক সংগঠনের বক্তব্যের প্রেক্ষিতে লোভাছড়া পাথর কোয়ারী সচল করে শ্রমিকদের কর্মসংস্থান যাতে বজায় থাকে এজন্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছেন বলে জানান। সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়ার কথা তুলে ধরেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV