কয়েছ এমপির মৃত্যুতে সিলেট জামায়াতের শোক

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

কয়েছ এমপির মৃত্যুতে সিলেট জামায়াতের শোক

দিনরাত ডেস্ক : সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) এর সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট মহানগরী, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, সিলেট অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মুাহম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমূখ।

 

তারা বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি একজন সজ্জন ব্যক্তি হিসেবে সকল শ্রেনীপেশার মানুষের কাছে প্রিয় ছিলেন। সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে তিনি যথেষ্ট আন্তরিক ছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসী একজন জননেতাকে হারালো। যা সহজে পুরণ হবার নয়। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV