গোয়াইনঘাটের জাফলংয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

গোয়াইনঘাটের জাফলংয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা

সুহিন মাহমুদ :: সিলেটের গোয়াইঘাটে মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সমন্বয় কমিটি জাফলং এর আয়োজনে ৩ অক্টোবর শনিবার বিকেলে স্থানীয় মামার বাজার পিউলী মাঠে সংগঠনের আহ্বায়ক রুবেল আহমদ’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া ও নাজমুল হোসাইন নাজিম’র যৌথ পরিচালনায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ।

অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের কাজিম উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মো. নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মোঃ রতন শেখ, ইউ পি সদস্য আব্দুল কাদির, জাফলং নিউজের সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, তোয়াকুল কলেজের প্রভাষক লোকমান হোসেন শিকদার, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদয়ন তরুণ সংঘের সভাপতি আওয়াল আহমেদ, বৃহত্তর হেমার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শান্তিনগর আদর্শ যুব সংঘের সভাপতি জয়দুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উপদেষ্টা কামাল হোসাইন, জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, প্রত্যেয় সেচ্ছাসেবী সংস্থা প্রসেস’র ধর্ম সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা শ্রী শেরগুল গোসাই।

এসময় জাফলংয়ের ১৮টি সংগঠনের নেতৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV