ছাতকে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১

ছাতকে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

 

ছাতক প্রতিনিধিঃ ছাতকে বেদানা বেগম (৪৭)নামের এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এলাকাবাসীর গুঞ্জন। (২২ মার্চ সোমবার) দুপুরে কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামে এ ঘটনা ঘটে। বেদানা বেগম (৪৭)কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামের মনোহর আলীর স্ত্রী ও কালারুকা গ্রামের দিনমজুর আতাউর রহমানের কন্যা।

এদিকে স্বামীর বাড়ীর লোকজনের দাবি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বেদানা। পিত্রালয়ের লোকজনের অভিযোগ স্বামীসহ পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর তারা বেদানা বেগমের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেদানা বেগম কে তার স্বামীসহ পরিবারের লোকজন নির্যাতন করতেন। একাধিকবার দুই পরিবারে বেদনা বেগমকে নির্যাতনের সালিশ বৈঠক হয়েছে। বেদানা বেগম আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত হলে মূল বিষয়টি বেরিয়ে আসবে।

ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV