ছাতকে তিন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

ছাতকে তিন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

 

ছাতক প্রতিনিধিঃ
দেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নোয়ারাই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ভাতগাওঁ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন ও সিংচাপইড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশন সুত্র অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV