সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বুধবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর মূর্যালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্থবক অর্পনের মধ্যে দিয়ে শুরু হয়া কর্মসূচী। এর মধ্যে ছিল উপজেলা চত্তর হতে শহরতলীর মাধবপুরস্থ শিখা সতের পর্যন্ত বঙ্গবন্ধু মেরাথন দৌড় প্রতিযোগীতা।
সকাল ১১টায় শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা রির্সোস সেন্টারের ইন্সষ্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী পুলিশ সুপার ছাতক- দোয়ারার সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক সরকারী বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিটন ঘোষ, ফখর উদ্দিন স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজ্জম্মুল হক রিপন প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মূর্যালে ছাতক অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পুস্পস্থবক অর্পন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি মোহাম্মদ ফজল উদ্দিন, এম এইচ খালেদ ও অজিত কুমার দাশ, ও ফয়ছল আহমদ, সাধারন সম্পাদক অলিউর রহমান (অলি), সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, মিলাদ হোসেন শুভ, ও আক্তার হোসেন, অর্থ সম্পাদক সুদীপ দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সদস্য জামরুল ইসলাম রেজা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT