সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১
অলিউর রহমান,ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে হেফজতে ইসলামের উদ্যোগে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চে দেশ ব্যাপী হেফাজতের ডাকা সকাল- সন্ধ্যা হরতালের সমর্থনে এবং পুলিশের গুলিতে ৭ জন কর্মীকে নির্বিচারে হত্যার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ছাতকের উদ্যোগে
শনিবার (২৭ মার্চ) বিকেলে ছাতক পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, মাওলানা শায়েখ আবদুল হান্নান। ফারুক আহমেদ জাবেদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আকতার হোসেন আতিক, মাওলানা দীন মোহাম্মদ, মাওলানা সোলাইমান আহমদ।
এদিকে বেলা দুইটায় উপজেলার জাউয়াবাজারে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। বিক্ষোভ মিছিল শেষে বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে ও মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবুল খয়ের, মাওলানা খলিল আহমদ, মাওলানা নুরুল ইসলাম, আছাদুর রহমান, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আবদুল ওয়াদুদ, হাফেজ তহুর আহমদ, মাওলানা জহির আহমদ।
অপরদিকে বিকেলে উপজেলার ধারন বাজারে হেফাজতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্ব ও ইমাম উদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসনাত, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুস সামাদ, মুফতি সাদ আহমদ, মাওলানা কবির আহমদ খান,মাওলানা ছাঈদ আহমদ, মাওলানা ইসমাঈল আলী, মাওলানা আবদুল করিম, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। পৃথক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ পুলিশের গুলিতে নির্বিচারে হেফাজতে ইসলামের ৭জন কর্মীকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। এর প্রতিবাদে ২৮ মার্চ হেফাজতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT