সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

ছাতক প্রতিনিধি::ছাতকে পাঁচ কিশোর নৌকা নিয়ে হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবিতে আকাশ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চেচান গ্রামের সাদার হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
জানা যায়,ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামে আলী হোসেন ও তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে ইউপি পরিষদ ভবনে বসবাস করে আসছে। গত রোববার রাতে আলী হোসেনের ছেলে হাসানের বন্ধু আকাশ তাদের এখানে বেড়াতে আসে। সোমবার সকালে পাঁচজন কিশোর মিলে ডিঙি নৌকা নিয়ে সাদার হাওরে বেড়াতে যান। ওই সময় হঠাৎ করে ডিঙি নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় ৫ কিশোরের মধ্য ৪ জন সাঁতার কেটে হাওর পাড়ে চলে আসলেও সাঁতার না জানার কারণে আকাশ পানিতে ডুবে যায়। প্রায় ১ঘন্টা পর হাওরের পানিতে তার লাশ ভেসে উঠে।
খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাজ্জাদুর রহমান ও এসআই সুহেল রানা ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে এসআই সুহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- হাওরে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়েছে। দুপুরে আকাশের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT