সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
অলিউর রহমান,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে মসজিদে মাগরিবের নামাযরত অবস্থায় তৈয়ব আলী (৮০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইন্না–রাজিঊন। তিনি উপজেলার ছৈলা আফজলাবাদ-ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র। ৫ (আগস্ট)বুধবার গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে মাগরিবের নামাযরত অবস্থায় তিনি মত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ নতূনবাজারের নাজমুল ডেকোরেটার্সের সত্ত্বাধিকারী,
শ্যামনগর গ্রামের প্রবীন মুরব্বি তৈয়ব আলী প্রতিদিনের ন্যায় বুধবার মাগরিবের নামায আদায় করার জন্য গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে যান। ইমামের পিছনে অন্যান্য মুসল্লিদের সাথে তিনি মাগরিবের নামাযে অংশ নিয়ে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দু’সেজদার মধ্যখানে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় কাছের দু’একজন মুসল্লি নামায ভেঙ্গে দিয়ে তাকে উঠানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষনে তিনি এ পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এ ব্যাপারে গ্রামের নেছার আহমদ ও আরজু মিয়া বলেন,লোকটি নামাযি ও অত্যন্ত ভাল মানুষ ছিলেন। এ জন্য নামাযরত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম, কালারুকা চানপুর গ্রামের মাওলানা নাজমুল হক জানান, মাগরিবের জামাতে নামাযর অবস্থায় ওই মুসল্লির মৃত্যু হয়েছে। তৈয়ব আলী মসজিদে পাঁচ ওয়াক্ত নামাযের অন্যতম মুসল্লি ছিলেন বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT