জকিগঞ্জের জনবান্ধব ইউএনও বিজন কুমার বিদায়

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

জকিগঞ্জের জনবান্ধব  ইউএনও বিজন কুমার বিদায়

দিনরাত সংবাদঃ সিলেটের  জকিগঞ্জ উপজেলায় আড়াই বছর নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ থেকে বিদায় নিলেন বিজন কুমার সিংহ।

জনবান্ধব এই কর্মকর্তা সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ দিয়ে জনমানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও হিসেবে প্রথম কর্মস্থল জকিগঞ্জ ত্যাগের সময় চোখের জল ফেলেন তিনি। তাঁর কান্নায় উপস্থিত অনেকের চোখের কোণায় পানি আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV