সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

জানা যায়, আলাউদ্দিন আলাই দীর্ঘদিন ধরে বাজার কমিটির সদস্য এবং বর্তমানে সাধারণ সম্পাদকের পদে থাকায় এই ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি বাজারের খাসজমি দখল করে বিভিন্ন স্থানে ভবন তৈরি করেছেন এবং সেই দোকানঘরগুলো ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন বলে অভিযোগ রয়েছে।
সবশেষ, তিনি যখন বাজার সংলগ্ন সরকারি খাসজমিতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেন, তখন স্থানীয় বাসিন্দা মাসুম আহমেদ এতে বাধা দেন। কিন্তু আলাউদ্দিন আলাই স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় সেই নির্মাণকাজ আবার শুরু করেন। মাসুম আহমেদের অনুরোধে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সরকারি জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়া কাজ না করার নির্দেশ দেয়। পুলিশ স্পষ্ট জানায় যে, খাসজমিতে স্থাপনা নির্মাণের জন্য অবশ্যই প্রশাসনের অনুমতি প্রয়োজন।
স্থানীয়দের বক্তব্য, এভাবে বাজারের সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় বাজারের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তারা এই দখলদারিত্ব ও অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT