জকিগঞ্জে আইনের তোয়াক্কা নেই! খাসজমি দখল করে নির্বিঘ্নে ভবন বানাচ্ছেন সোনাসার বাজার কমিটির নেতা আলাউদ্দিন আলাই

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

জকিগঞ্জে আইনের তোয়াক্কা নেই! খাসজমি দখল করে নির্বিঘ্নে ভবন বানাচ্ছেন সোনাসার বাজার কমিটির নেতা আলাউদ্দিন আলাই

বিশেষ প্রতিনিধিঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে সরকারি খাসজমি দখলের এক গুরুতর ঘটনা সামনে এসেছে। অভিযোগের তির সরাসরি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাইয়ের দিকে। স্থানীয়দের অভিযোগ, তিনি একের পর এক অবৈধ ভবন নির্মাণ করে খাসজমি নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করছেন। স্থানীয়রা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার সুযোগ নিয়ে এবং এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে তিনি এই বেআইনি নির্মাণ কাজগুলো চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি তাঁর নিজস্ব ক্ষমতা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে এসব স্থাপনা গড়ে তোলেন।

জানা যায়, আলাউদ্দিন আলাই দীর্ঘদিন ধরে বাজার কমিটির সদস্য এবং বর্তমানে সাধারণ সম্পাদকের পদে থাকায় এই ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি বাজারের খাসজমি দখল করে বিভিন্ন স্থানে ভবন তৈরি করেছেন এবং সেই দোকানঘরগুলো ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন বলে অভিযোগ রয়েছে।

সবশেষ, তিনি যখন বাজার সংলগ্ন সরকারি খাসজমিতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেন, তখন স্থানীয় বাসিন্দা মাসুম আহমেদ এতে বাধা দেন। কিন্তু আলাউদ্দিন আলাই স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় সেই নির্মাণকাজ আবার শুরু করেন। মাসুম আহমেদের অনুরোধে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সরকারি জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়া কাজ না করার নির্দেশ দেয়। পুলিশ স্পষ্ট জানায় যে, খাসজমিতে স্থাপনা নির্মাণের জন্য অবশ্যই প্রশাসনের অনুমতি প্রয়োজন।

স্থানীয়দের বক্তব্য, এভাবে বাজারের সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় বাজারের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তারা এই দখলদারিত্ব ও অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV