সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর -পাগলা সড়কের কলকলিয়া পয়েন্টে সিএনজি গাড়ীতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে দিলোয়ার (৩৫),বিকু (৪০) রোকন(৩৫) ও ছত্তার নামক ৪ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী আহতদের সূত্রে ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর – পাগলা সড়কের কলকলিয়া পয়েন্ট থেকে লেগুনা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কলকলিয়া উপ-কমিটির আওতাধীন সিএনজি চালক আব্দস ছত্তার (৫০) আজ ১৪ ই ফেব্রুয়ারী সকাল প্রায় ১০ ঘটিকার সময় নিজ গাড়ীতে যাত্রী উঠাইতে চাইলে বাস- মিনিবাস শ্রমিক সমিতি জগন্নাথপুর শাখার সহ-সম্পাদক বিকু বাবু(৪০) বাধা প্রধান করলে উভয় এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লেগুনা – অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপকমিটির আওতাধীন সিএনজি চালক আব্দুস ছত্তার, রোকন, নানু,গুলজার, কবির গং ব্যাক্তিবর্গ জড়ো হয়ে বাস-মিনিবাস শ্রমিক সমিতির সহসম্পাদক বিকু বাবু (৪০) ও বাস- মিনিবাস কলকলিয়া পয়েন্ট এর ম্যানেজার দিলোয়ার হোসেন (৩৫) এর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন । এতে উভয় পক্ষের বিকু বাবু (৪০), দিলোয়ার হোসেন (৩৫), রোকন মিয়া(৩৪) ও আব্দুস ছত্তার (৫০) আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত বিকু বাবু (৪০) ও দিলোয়ার হোসেন (৩৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এনিয়ে জগন্নাথপুর -পাগলা সড়কের কলকলিয়া পয়েন্টে তমতমে ভাব বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT