সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের সাংগিয়ার গাঁও গ্রামের দিলোয়ার হোসেন বীজু পক্ষ ও আশিক মিয়া পক্ষের লোকজন এর মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আশিক মিয়া বাদী হয়ে বুদ্ধি প্রতিবন্ধী সালমান (২৭) সহ ৬ জনকে আসামী করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাঙ্গিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল বারীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ দিলোয়ার হোসেন বীজু পক্ষ ও একই গ্রামের একই বাড়ীতে বসবাসকারী মৃত মোঃ হারিছ উল্লাহর ছেলে মোঃ আশিক মিয়া পক্ষের লোকজন এর মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মোঃ আশিক মিয়া বাদী হয়ে মৃত মোঃ আব্দুল বারিক এর ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মোঃ সাব্বির হোসেন সালমান (২৭) সহ মোট ৬ জনকে আসামী করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন ( সুনামগঞ্জ বিবিধ নং-২৯৭/২০২০,স।স্মারক নং৮২২,তারিখ -২৭/১০/২০২০ খ্রীস্টাব্দ)। বুদ্ধি প্রতিবন্ধী সাব্বির হোসেন সালমান (২৭)কে এই মামলায় আসামী করায় অত্র গ্রামবাসী সহ এলাকাবাসীর মধ্যে আলোচনা- সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে সাঙ্গিয়ারগাঁও গ্রাম ও আশপাশ গ্রামের একাধিক ব্যাক্তি একান্ত আলাপকালে তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, বীজু ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা -জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে ঠিক। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী সাব্বির হোসেন সালমান (২৭) কে মামলায় আসামী করা আশিক মিয়ার ঠিক হয়নি। কেননা জন্মলগ্ন থেকেই সাব্বির হোসেন সালমান(২৭) বুদ্ধি প্রতিবন্ধী। তাঁর দেখভাল পরিবার এর লোকজন করেন। সালমান মামলার আসামী কথাটি ভাবতেও অবাক লাগে। আমরা কোন জমানায় বাস করছি।
এ ব্যাপারে সাব্বির হোসেন সালমান এর ভাই যুক্তরাজ্য প্রবাসী দিলোয়ার হোসেন বীজু বলেন, আমাদের জায়গা -জমিতে আশিক মিয়া গং ব্যক্তিবর্গ অনাধিকার জোর দখলের পায়তারা করছেন। আমার বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে মামলায় জড়ানো হয়েছে। আমি আদালত এর নিকট ন্যায় বিচার প্রত্যাশী।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT