সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে পুলিশ এর উপর হামলা করে আসামী ছিনতাই এর ঘটনায় ৫৫ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,সুনামগঞ্জের জগন্নাথপুর অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য ১৪ ই মার্চ রোববার সন্ধ্যা রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ঈসকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামী আব্দুল হাশিম (৪৫)কে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসামীর স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামী আব্দুল হাশিমকে ছিনিয়ে নিয়ে যায়। এই হামলার ঘটনায় জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীম আছেন। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে ঐয়ারকোনা গ্রামের মোকদ্দুছ আলী (৩৫), বিলাল মিয়া (৩৮), মহিবুর রহমান (২০) ও শাহিনুর রহমান (৩৩) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এবং ১৬ ই মার্চ আটককৃতদের আদালতে প্রেরন করে। সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন আদালত। হামলার ঘটনায় ১৫ ই মার্চ সোমবার রাতে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৫৫জনকে আসামি করে একটি এসল্ট মামলা দায়ের করেছে। তবে ঘটনার দুইদিন অতিবাহিত হলেও আজ মঙ্গলবার পর্যন্ত হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আব্দুল হাশিমকে ধরতে পারেনি পুলিশ। আজ দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ বলেন, হামলার ঘটনায় এএসআই শফিকুল হক বাদী হয়ে ৫৫ জনকে আসামিকে করে থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পলাতক আসামিসহ অপরাপর আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT