সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ মরনব্যাধী করোনাভাইরাস এর ৮ হাজার ৮শত পিস ভ্যাকসিন (টিকা) জগন্নাথপুরে এসে পৌঁছেছে বলে জানা গেছে।
হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে ৪ ঠা ফেব্রুয়ারী সকালে মরনব্যাধী করোনাভাইরাস এর ৮ হাজার ৮ শত পিস ভ্যাকসিন (টিকা) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। সারা দেশের ন্যায় আগামী ৭ ই ফেব্রুয়ারী থেকে জগন্নাথপুরেও করোনাভাইরাস টিকা প্রদান কর্মসুচী শুরু হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ফ্রি রেজিস্ট্রেশন ও বিনামূল্যে সরকারি নির্দেশনা অনুয়ায়ী প্রাথমিক পর্যায়ে ১৫ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ বিভিন্ন পেশাজীবি, ৫৫ বছরের উপরের বয়সী লোকজন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সকল নাগরিককে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ ভ্যাকসিন পাওয়া গেছে। ৪ হাজার ৪শ’ জনের এই ভ্যাসসিন দুইবারে দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।প্রথম টিকা দেওয়ার ২৮ দিনের দ্বিতীয় টিকা দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের ডোজ প্রদান সম্পন্ন হবে। তবে পর্যাক্রমে আরও ভ্যাকসিন পাওয়া যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনটি বুথে নিবন্ধনের মাধ্যমে টিকা দেয়া হবে। এসব তথ্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসুদন ধর নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT