সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃজগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া ইউনিয়ন এরং আকিলশাহ বাজার পর্যন্ত রাস্তা সড়ক ও জনপদে অন্তর্ভুক্ত করার দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সংযোগ রাস্তার রানীগঞ্জ বাজার থেকে দিরাই উপজেলার আকিলশাহ বাজার পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপদে অন্তভুক্তির দাবীতে ২৩ শে অক্টোবর জগন্নাথপুর উপজেলার গোপলাপুর বাজারে সমাজ সেবক মোঃ রফিক উল্লাহর সভাপতিত্বে ও হুসাইন আহমদ এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে জনসভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলাউড়া – হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম খসরু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার রবিউল ইসলাম মান্না, বিএনপি নেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা মইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবিউল ইসলাম মান্না, মইনুল ইসলাম, আব্দুল মতিন, রুবেল আহমদ, ছাত্র নেতা রশিদ আহমদ মুরাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মখই উল্লা, যুবলীগ নেতা জুয়েল মিয়া, যুবদল নেতা রুবেল আহমদ ও এম জুম্মান হুসাইন সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।বক্তারা তাদের বক্তব্য বলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া – হলদিপুর ইউনিয়ন এর সংযোগ রাস্তা রানীগঞ্জ বাজার থেকে দিরাই উপজেলার আকিলশাহ বাজার পর্যন্ত গ্রামীণ এই রাস্তা দিয়ে জীবন জীবিকার তাগিদে হেমন্ত ও বর্ষা মৌসুমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই রাস্তাটি অবহেলা আর অযত্নে পড়ে আছে। জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে এই রাস্তাটিকে সড়ক ও জনপদে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT