জগন্নাথপুরে চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

জগন্নাথপুরে চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে জগন্নাথপুরে বন্যা দুর্গত ৪০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মরনব্যাধী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব ও বন্যা দুর্গত কর্মহীন মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে মোঃ বিল্লাল মিয়া,মোঃ হেলাল মিয়া, মোঃ আঃ আউয়াল, মোঃ দুলাল মিয়া ও মোঃ ছাবের আহমদ এর অর্থায়নে চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ২৭ শে জুলাই রোজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থানীয় চিলাউড়া বাজারে সমাজ সেবক আলহাজ্ব আব্দুল গফুরের সভাপতিত্বে ও চিলাউড়া ব্রাদার্স স্পোর্টি ক্লাবের সাধারন সম্পাদক এম এ মানিকের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্রীড়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বকুল মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক ডা: রাজা মিয়া, আবুল হাসিম ডালিম, বাদশাহ মিয়া, ইউপি মেম্বার বাবুল মাহমুদ প্রমখ।
এ সময় উপস্থিত ছিলেন চিলাউড়া ব্রাদার্স স্পোর্টি ক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম শাহান, সভাপতি জাবিদ হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক রুজেল আহমদ, অর্থ সম্পাদক ইমরান আহমদ রুমান, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান, ক্রিকেট ক্যাপটেন সালমান আহমদ, সদস্য শায়েখ রেজা, আবুল কালাম, খাইরুল বাশার, মুহিবুর রহমান দুলন, ফাহিম আহমেদ, শুয়েব আহমেদ সহ সংগঠনের সকল সদস্য ও গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ।
সভা শেষে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ৪০০টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ৪ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি ময়দা, ১ কেজি লবণ, ও ২ লিটার করে সোয়াবিন তেল দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV