জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জাতীয় সমবায় দিবস -২০২০ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজনে আজ ৭ ই নভেম্বর রোজ শনিবার দুপুরে একটি র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মুখলেসুর রহমান, সাংবাদিক বাবু শংকর রায়, শিক্ষক রাসেল আহমদ, সমবায় জাহির উদ্দিন, আশরাফুল হক, পান্না আক্তার ও চাঁদনী বেগম প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV