জগন্নাথপুরে পলাতক ৩ জন আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

জগন্নাথপুরে পলাতক ৩ জন আসামী গ্রেপ্তার

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৮ ই সেপ্টেম্বর দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর ইসলাম পুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রাম নিবাসী মোঃ আছাব আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ জায়েদ মিয়া(২৪) ও একই উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (বড়ডর) গ্রাম নিবাসী সলিম উল্লার ছেলে জিয়াউর রহমান (২১) ও জাহেদুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আজ ১৯ শে সেপ্টেম্বর সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV