সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, (জগন্নাথপুর প্রতিনিধি):
বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরে পানি বন্দী ৮৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন নবাগত ইউএনও মোঃ মেহেদী হাসান ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় চলতি বন্যায় পানি বন্দী সুনামগঞ্জের জগন্নাথপু জগন্নাথপুর পৌরসভার একাংশ, উপজেলা রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্দি দুস্থ ও অসহায় ৮৯টি পরিবারের মাঝে ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ প্রমূখ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করেছি। এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT