জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী করার অপরাধে জগন্নাথপুরে দুইটি বেকারী প্রতিষ্টান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ ইয়াসির আরাফাত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ১৪ ই ডিসেম্বর রোজ সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর সদর বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ছায়ানীড় বেকারীর পরিচালক মোঃ তৌহিদ মিয়ার নিকট হতে ২৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য তৈরী করার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখার অপরাধে আল্লাহর দান বেকারীর মালিক মোঃ নজরুল ইসলাম এর নিকট হতে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ ইয়াসির আরাফাত। এছাড়া ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিসহ ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের বিএসটিআই এর উপ পরিদর্শক আব্দুল মতিন ও মাঠ কর্মী মাসুম রানা সহ জগন্নাথপুর থানার একদল পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV