জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী নূর আলী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী নূর আলী গ্রেপ্তার

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী নূর আলী (৩২) কে গ্রেপ্তার করার পাশা-পাশি ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মনির হোসাইন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসা ও একদল পুলিশ আজ ২৮শে নভেম্বর রোজ শনিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরস্থ আলম ভিলা কলোনির ভাড়াটিয়া হবিব নগর নিবাসী মোঃ মছদ্দর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ নূর আলী (৩২) কে গ্রেপ্তার করেছেন। এসময় কথিত মাদক ব্যবসায়ী মোঃ নূর আলীর নিকট থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইন বলেন, মাদক ব্যবসায়ী নূর আলী (৩২) কে ১০ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করা হয়। আজ তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV