জগন্নাথপুরে শিয়াল এর কামড়ে ১০ জন আহত

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

জগন্নাথপুরে শিয়াল এর কামড়ে ১০ জন আহত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে পাগলা শিয়ালের আক্রমণে শিশু সহ ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর এলাকায় আজ ২২ শে আগষ্ট রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় হঠাৎ করে একটি পাগলা শিয়াল লোকালয়ে প্রবেশ করে নিশি দাস(৭০) নামক এক ব্যাক্তিকে কামড়াতে থাকে। এসময় তাঁর আর্থচিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন। এসময় শিয়ালের কামড়ে শিশু প্রকাশ দাস (৫), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫).বরিউল আলম (১২), সুমি দাস (৬), সুপ্রতি রানী (৩০), রোজিনা বেগম(২৪),লুবনা রাকি২৫) ও লেচু বেগম আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ভবানীপুর গ্রাম নিবাসী মোঃ জাবেদ আলম ও জগন্নাথপুর পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV