সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তমধ্যে জগন্নাথপুর পৌর সভা সহ সুনামগঞ্জের ৩ টি পৌরসভা রয়েছে।
বিগত ২রা ডিসেম্বর বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী , সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক ও সুনামগঞ্জ পৌর সভার নির্বাচন ১৬ ই জানুয়ারী। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ শে ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ শে ডিসেম্বর আর ১৬ ই জানুয়ারী ভোট গ্রহন।
এই ৩ টি পৌর সভার মধ্যে একমাত্র জগন্নাথপুর পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে ব্যালট পেপারেই হবে ভোট গ্রহণ।
এদিকে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। যাচাই বাছাই ২২ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। স্বাস্থ্য বিধি মেনে সকল নির্বাচনী কাজ সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যদিও দুই মাস আগে জগন্নাথপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়াদকাল শেষ হওয়ায় এ নির্বাচন ১৬ ই জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। ইভিএম এর মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT