জমিয়তে তালাবা কানাইঘাট পৌরশাখার মতবিনিময় সভা সম্পন্ন

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

জমিয়তে তালাবা কানাইঘাট পৌরশাখার মতবিনিময় সভা সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি: জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট পৌর শাখাকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন এজেন্ডা সামনে রেখে আজ বাদ জুহর কানাইঘাট শাপলা পয়েন্টের পাশে নাসিম মার্কেট মিলনায়তনে জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট পৌর শাখার সভাপতি মৌলানা রায়হান উদ্দীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মৌলানা মিজান নূরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতি সাধারণ সম্পাদক সকল নেতাকর্মীদের উদ্যোশে বক্তব্য রাখেন। সভাপতি মৌলানা. রায়হান উদ্দীন তাঁর বক্তব্যে জমিয়তে তালাবার কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সাধারণ সম্পাদক হাফিজ মারুফ আহমদ তাঁর গুরুপূর্ণ বক্তব্যে সকল কর্মীদেরকে পৌর জমিয়তে তালাবার টার্গেটকে সামনে রেখে ২০২০ সালের শেষদিকে পৌর শহরে একটি সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন জমিয়তে তালাবা বাংলাদেশকে আগামি ছাত্র সমাজের আদর্শিক সংগঠন হিশেবে গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আগামির ছাত্র সমাজের প্রাণের সংগঠন হবে জমিয়তে তালাবা বাংলাদেশ।
মতবিনিময় সভায় মেয়াদোত্তীর্ণ সকল কমিটিকে নতুন করে সাজিয়ে জমিয়তে তালাবা বাংলাদেশের কার্যক্রম আরো গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া ২০২০ সালের শেষদিকে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে ছাত্র সমাবেশ, সদস্য সংগ্রহ অভিযানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জমিয়তে তালাবা কানাইঘাট পৌরশাখার সহসভাপতি মাওলানা আমান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মৌ. ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক মৌ.আসাদুল্লাহ, অর্থ সম্পাদক মৌ. নাঈম আহমদ, সাহিত্য সম্পাদক হা. মাহবুবুল আম্বিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মৌ. জাহিদ আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক ইমরান আহমদ, তাসনিম আহমদ, হা.মামলুক, হা. মনজুর, মৌ. জাকারিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV