জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবীতে কানাইঘাটের চতুল বাজারে মানববন্ধন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবীতে কানাইঘাটের চতুল বাজারে মানববন্ধন

কানাইঘাট প্রতিনিধিঃ বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবীতে জমিয়তে তালাবা কানাইঘাট বড়চতুল ইউনিয়ন ও জৈন্তাপুর চারিকাটা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে কানাইঘাট চতুল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় দুই উপজেলার প্রবেশদ্বারে মানববন্ধনে জমিয়তে উলামা ও জমিয়তে তালাবার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মাওলানা বদরুদ্দীন এর সভাপতিত্বে এবং জমিয়তে তালাবার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিয শাহরিয়ার এবং বড়চতুল ইউনিয়ন জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক ছাত্রনেতা তামিম আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রিয় সহকারী মহাসচিব ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রিয় জমিয়তে উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে আনসার কেন্দ্রিয় কমিটির সভাপতি আল্লামা রুহুল আমীন আসাদী। উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম নোমানী, মাওলানা হাফিজ আব্দুল মতিন, মাওলানা হাবিব আহমদ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডের গ্যাস সারাদেশে সরবরাহ করা হলেও, এখন পর্যন্ত বৃহত্তর জৈন্তিয়ায় গ্যাস সরবরাহ করা হয়নি। অবিলম্বে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহ করা না হলে এ এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে জমিয়তে তালাবা তাদের শান্তিপূর্ণ কর্মসূচী অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV