সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সমপাদক গিয়াস আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গোয়াাইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশিদ, কানাইঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ফরিদুল হক (ভুঁইয়াা) সহ সংগঠনের নেতৃবন্দ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিকে সংগঠনের বিধি মোতাবেক আগামী ৯০দিনের মধ্যে কানাইঘাটের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পুর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক ব্যাংকার মুস্তাক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মো: জাকারিয়া, দয়ামীর ডিগ্রি কলেজের প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী। সদস্যরা হলেন, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এডভোকেট মামুন রশিদ এপিপি, গিয়াস আহমদ, হুমায়ুন কবীর, মাসুক আহমদ রুমেল, জহিরুল ইসলাম তুহেল, হুমায়ুন আজাদ, আবদুল মালিক রিপন, সোহেল আহমদ চৌধুরী, কয়ছর আহমদ, জাফর ইকবাল, হুমায়ুন আজাদ, মামুন রশিদ, খাজা আজির উদ্দিন, ফজলুল বাছিত বেলাল, মুহিত রহমান, জাহেদুল ইসলাম রুবেল, কামরুল। নির্বাচিত নেতৃবন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT