তাহিরপুরে ভারতীয় শেখ নাসির বিড়িসহ আটক ১

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

তাহিরপুরে ভারতীয় শেখ নাসির বিড়িসহ আটক ১

শফিকুল ইসলাম স্বাধীন(তাহিরপুর প্রতিনিধি)ঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার
১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার নামক স্থান থেকে (৬) আগস্ট বৃহস্পতিবার বিকাল প্রাই সাড়ে তিনটায় ট্যাকেরঘাঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ,এস আই মোঃ আবু মুসার নেতৃত্বে ভারতীয় পাচঁ হাজার পিস শেখ নাসির বিড়ি সহ একজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন
শিবরামপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হূমায়ুন কবির (৩৮) নামক আটক।

ভারতীয় শেখ নাসির বিড়ি বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কিছু অসাধু চোরাচালানিরা ভারত থেকে চোরাই পথে নিয়ে আসে।

ট্যাকেরঘাঠ পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ মোঃ আবু মুসা জানান আটককৃত আসামিকে তাহিরপুর থানায় প্রেরণ করা হয়েছে এবং আসামি আগামীকালকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV