তাহিরপুরে মাস্ক ব্যাবহার নিশ্চিতে এসিল্যান্ডের অভিযান

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

তাহিরপুরে মাস্ক ব্যাবহার নিশ্চিতে এসিল্যান্ডের অভিযান

 

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতিদিনই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ।

মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা সহ মাস্ক কিনতে বাধ্য করা প্রতিদিনের মত আজ বৃহস্পতিবার বিকেলেও উপজেলার সদর বাজারে এ অভিযান চলে।

জরিমানার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিনামূল্যেও মাস্ক বিতরণ করছেন তিনি।

সূত্রে জানা যায়, মাস্ক পরিধান নিশ্চিতে সহকারী কমিশনারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যাবহারের জন্য জনগণকে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে মাস্ক কেনার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দ আমজাদ হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রচেষ্টাও চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV